No Internet Connection !

বাংলাদেশের অবস্থান

প্রশ্ন: আয়তনে বাংলাদেশের বড় বিভাগ কোনটি? উ: চট্টগ্রাম বিভাগ (৩৪,৫২৭.৯৭ কিমি)।
প্রশ্ন: আয়তনে বাংলাদেশের ছোট বিভাগ কোনটি? উ: ময়মনসিংহ বিভাগ (১০,৫৮৪ বর্গ কিমি)।
প্রশ্ন: জনসংখ্যায় বাংলাদেশের বড় বিভাগ কোনটি? উ: ঢাকা বিভাগ।
প্রশ্ন: আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি? উ: রাঙামাটি (৬,১১৬ বর্গ কি. মি.)।
প্রশ্ন: আয়তনে বাংলাদেশের ছোট জেলা কোনটি? উ: নারায়ণগঞ্জ (৬৮৪ বর্গ কি. মি.)।
প্রশ্ন: আয়তনে বাংলাদেশের বড় থানা কোনটি? উ: শ্যামনগর (সাতক্ষীরা)।
প্রশ্ন: আয়তনে বাংলাদেশের ছোট থানা কোনটি? উ: ওয়ারী, ঢাকা।
প্রশ্ন: জনসংখ্যায় বাংলাদেশের বড় জেলা কোনটি? উ: ঢাকা।
প্রশ্ন: জনসংখ্যায় বাংলাদেশের ছোট জেলা কোনটি? উ: বান্দরবান।
প্রশ্ন: আয়তনে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ইউনিয়ন কোনটি? উ: রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন।
প্রশ্ন: আয়তনে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রত্তম ইউনিয়ন কোনটি? উ: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়ন।
প্রশ্ন: বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান বা দ্বীপ কোনটি? উ: ছেঁড়াদ্বীপ (যদি ছেঁড়া দ্বীপ না থাকে সেন্টমার্টিন হবে)।
প্রশ্ন: বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়ন কোনটি? উ: সেন্টমার্টিন।
প্রশ্ন: পাদুয়া নামক স্থানটির আয়তন কত? উ: ২৩৭ একর।
প্রশ্ন: বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নেই? উ: বরিশাল বিভাগ।
প্রশ্ন: বাংলাদেশের কোন বিভাগের সাথে মায়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে? উ: চট্টগ্রাম।
প্রশ্ন: বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের জেলা কতটি ও কী কী? উ: ১০টি।

✅ মুর্শিদাবাদ

✅ নদীয়া

✅ চব্বিশ পরগনা

✅ মালদহ

✅ বীরভূম

✅ কুচবিহার

✅ জলপাইগুড়ি

✅ বাহারামপুর

✅ কৃষ্ণনগর

✅ বারাসাত


প্রশ্ন: বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত সংযোগ রয়েছে? উ: ২টি, ভারত ও মায়ানমার।
প্রশ্ন: ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি? উ: ৩০টি।
প্রশ্ন: মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমা রয়েছে? উ: ৩টি; রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার।
প্রশ্ন: বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মায়ানমারের সীমা রয়েছে? উ: রাঙামাটি জেলা (একমাত্র)।
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা কোনটি? উ: বান্দরবান।
প্রশ্ন: বাংলাদেশের সর্বউত্তরের জেলা কোনটি? উ: পঞ্চগড়।
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলা কোনটি? উ: নবাবগঞ্জ (চাঁপাই নবাবগঞ্জ)।
প্রশ্ন: বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটি? উ: কক্সবাজার।
প্রশ্ন: বাংলাদেশের সর্বদক্ষিণের থানা কোনটি? উ: টেকনাফ।
প্রশ্ন: বাংলাদেশের পশ্চিমের থানা কোনটি? উ: শিবগঞ্জ।
প্রশ্ন: বাংলাদেশের পূর্বের থানা কোনটি? উ: থানচি।
প্রশ্ন: বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান কোনটি? উ: ছেঁড়াদ্বীপ।
প্রশ্ন: বাংলাদেশের সর্বউত্তরের স্থান কোনটি? উ: বাংলাবান্দা।
প্রশ্ন: বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান কোনটি? উ: মনাকশা।
প্রশ্ন: বাংলাদেশের সর্ব পূর্বের স্থান কোনটি? উ: আখানইঠং।
প্রশ্ন: বাংলাদেশের দক্ষিণ-পূর্ব কোণের থানা কোনটি? উ: টেকনাফ।
প্রশ্ন: বাংলাদেশের উত্তর-পূর্ব কোণের থানা কোনটি? উ: জকিগঞ্জ।
প্রশ্ন: বাংলাদেশের সর্বউত্তরের থানা কোনটি? উ: তেঁতুলিয়া।
প্রশ্ন: বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলাটির সাথে ভারতের কোন সংযোগ নেই? উ: বান্দরবান ও কক্সবাজার।
প্রশ্ন: বর্তমানে বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান বা দ্বীপ কোনটি? উ: ছেঁড়াদ্বীপ।
প্রশ্ন: অপারেশন পুশ ইন ও পুশ ব্যাক কী? উ: ভারত কর্তৃক একতরফাভাবে বাংলাভাষীদের বাংলাদেশে ঠেলে পাঠানোর প্রচেষ্টা হচ্ছে অপারেশন পুশ ইন আর বিজিবি কর্তৃক ঠেলে পাঠানো বাংলাভাষীদের ভারতে ফেরত পাঠানো হলো অপারেশন পুশ ব্যাক।
প্রশ্ন: বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি? উ: ৩২টি।
top
Back
Home
Gsearch